বান্দরবান সংবাদদাতা: বান্দরবানে তিন নির্মাণ শ্রমিককে অপহরণ করে তাদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা। শনিবার বিষয়টি জানাজানি হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে বান্দরবান—রাঙ্গামাটি সড়কের ডাকবাংলো এলাকায় অস্থায়ী শ্রমিক ছাউনি থেকে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা।
পুলিশ জানিয়েছে, অপহৃতদের মুক্তিপণ বাবদ সন্ত্রাসীরা নির্মাণকাজের ঠিকাদারের কাছে ১০ লাখ টাকা দাবি করেছে। ঘটনার পর ওই এলাকায় অপহৃতদের খেঁাজে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে।
বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ডাকবাংলো এলাকায় সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার মিশুর হয়ে কাজ করছিলেন নির্মাণশ্রমিকরা। গত ২০ জুলাই রাতে অস্থায়ী শ্রমিক ছাউনি থেকে অস্ত্রের মুখে তিন নির্মাণশ্রমিককে অপহরণ করা হয়। পরে তাদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।
ঠিকাদার মিশু বলেন, গত ২০ জুলাই রাত ১০টার দিকে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তিন নির্মাণশ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণ হিসেবে প্রথমে ১০ লাখ টাকা দাবি করলেও এখন আরও বেশি দাবি করছে। অপহৃতদের মধ্যে একজন সন্ত্রাসীদের কাছ থেকে পালিয়েছে বলে শুনেছি।