আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের তিন মুসলিম প্রধান দেশ সউদী আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চার-দেশীয় প্রতিরক্ষা জোট গঠনের বিষয়ে আলোচনা করছে ইসরাইল। গত বৃহস্পতিবার এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আই ২৪ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, রিয়াদের সাথে জেরুজালেমের সরকারী কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বিদেশী মিডিয়া সূত্রে জানা গেছে যে, দু’দেশের মধ্যে দীর্ঘদিন ধরে গোপন সম্পর্ক রয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ২০২০ সালের সেপ্টেম্বরে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের জন্য আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল।
প্রতিরক্ষা জোটের আলোচনার বিষয়টি সম্ভবত এই অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান হুমকি’র প্রতিক্রিয়া হিসাবে এসেছে। বিশেষত পারমাণবিক কর্মসূচি চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে সিরিয়া এবং ইরাকের মতো দেশগুলোর উপরে ইরানের ক্রমবর্ধমান প্রভাবের কারণে উদ্বিগ্ন ইসরাইল। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনও ইরানের সাথে পারমাণবিক চুক্তিতে পুনরায় যোগ দিতে প্রস্তুত আছে বলে বার্তা দিয়েছেন। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজমিন নেতানিয়াহু এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলো।
আন্তর্জাতিক ডেস্ক: নাসির খানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার আগে বন্দুকধারী হিন্দুত্ববাদীরা চিৎকার করে স্লোগান দিয়েছিল, জয় শ্রী রাম।’ পরমুহূর্তেই নাসির খানের বাম চোখে আঘাত হানে ঘাতকের বুলেট।
কাঁপা কাঁপা হাতে আহত চোখে স্পর্শ করতেই রক্তে পিচ্ছিল হয়ে যায় তার আঙুল। চোখ হারানোর বিনিময়ে নাসির খানের জীবন রক্ষা হলেও গত বছর ভারতের রাজধানীতে সাম্প্রদায়িক দাঙ্গায় শহীদ হয়েছেন অর্ধশতাধিক জন।
৩৫ বছরের নাসির খান এখনো ধুঁকছেন তার ক্ষতের যন্ত্রণায়। অন্যদিকে তার ওপর হামলাকারীদের এক বছর পরেও দাঁড় করানো হয়নি বিচারের কাঠগড়ায়। তিনি বলেন, তার মামলায় পুলিশের অনাগ্রহের কারণে যথাযথ বিচার পাচ্ছেন না তিনি।
নয়াদিল্লির উত্তর ঘন্ডা মহল্লায় বাস করা নাসির খান বলেন, আমার একমাত্র অপরাধ, আমার নামে ধর্ম প্রকাশ পেয়েছে।’
গত বছরের রক্তাক্ত দাঙ্গায় দিল্লির ক্ষতিগ্রস্ত মুসলিম বাসিন্দারা বলছেন, হিন্দু দাঙ্গাবাজদের বিরুদ্ধে তাদের অভিযোগ পুলিশ আমলেই নিচ্ছে না।
কিছু লোক এখনো আশা করছেন আদালত তাদের সহায়তায় এগিয়ে আসবে। তবে বেশিরভাগই বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী মোদির হিন্দুত্ববাদী সরকারের অধীনে বিচার ব্যবস্থাকে তাদের দমন করতেই ব্যবহার করা হবে।
কয়েকটি মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে বলা হয়, মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্ব ও দিল্লির পুলিশ বাহিনী উন্মত্ত হিন্দুত্ববাদী কর্মীদের সহিংসতায় সহায়তা করেছে।
গত বছর দিল্লিতে সহিংসতা ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থান থেকে বারবার সাহায্যের জন্য আবেদন সত্ত্বেও পুলিশ কোনো সাড়া দেয়নি।
দাঙ্গার পাঁচ মাস পর তদন্তকারীদের কাছে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা ঘটনার সাথে জড়িত হিন্দু দাঙ্গাবাজদের বিষয়ে ছাড় দেয়ার জন্য অনুরোধ করে চিঠি পাঠালে দিল্লি হাইকোর্টে তার সমালোচনা করা হয়।
দাঙ্গার এক বছর পর ক্ষতিগ্রস্ত মুসলমানরা আরো রক্তপাতের আশঙ্কা করছেন। অনেকেই তাদের দীর্ঘদিনের বাড়িঘর অল্প দামেই বেচে দিয়ে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন।
যারা নিজের আবাসভূমিতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন, মহল্লার দরজা তারা ধাতব দরজা দিয়ে সুরক্ষিত করছেন। অনেকেই বলছেন, এক বছর আগে ঘটনার সাথে জড়িতদের কোনো বিচারই হবে না।
গুলিবিদ্ধ হওয়ার পর ২০ দিন নাসির খানকে হাসপাতালে কাটাতে হয়। তখন থেকেই বিচারের জন্য তিনি চেষ্টা চালালেও পুলিশ তাকে প্রতি পদক্ষেপেই ফিরিয়ে দিয়েছে।
পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে নাসির খান অন্তত ছয় হিন্দুত্ববাদী কর্মীর কথা উল্লেখ করেন, যাদের তিনি সহিংসতায় অংশ নিতে দেখেছিলেন।
জবানবন্দীতে তিনি বলেন, অভিযুক্তরা এখনো আমার ঘরে আসে এবং আমার পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।’
পুলিশ অভিযোগপত্রে নাসির খানের আহত হওয়ার স্থান থেকে এক কিলোমিটার দূরে এক ঘটনার কথা উল্লেখ করে। পুলিশ জানায়, বিবাদমান দুই দলের মধ্যে গুলি বিনিময়ের সময় ক্রসফায়ারে নাসির খান আহত হন।
নাসির খানের মতো দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়ে অবিচারের শিকার হওয়া দিল্লির মুসলিম বাসিন্দাদের ঘটনার চিত্র প্রায় সবারই একই রকম।
দিল্লির বাসিন্দা হারুন নিজের চোখে হিন্দু প্রতিবেশীদের হাতে তার ভাই মারুফকে খুন হতে দেখেছেন। ঘটনার বিপুল সাক্ষী থাকলেও পুলিশ হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি।
হারুন জানান, পুলিশ প্রতিনিয়ত তাকে হুমকি দিচ্ছে মামলা তুলে নেয়ার জন্য। তিনি বলেন, আমরা আগেও একা ছিলাম এবং এখনো একাই আছি।’
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স এবং তার মিত্র দেশগুলো সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার কারণে ইয়েমেন এখন বিশ্বের সবচেয়ে মানবিক সংকটাপন্ন ও বিপর্যস্ত একটি জনপদে পরিণত হয়েছে।
জেনেভায় জাতিসংঘের ইরানি মিশনে নিযুক্ত মানবাধিকার বিষয়ক কর্মকর্তা মোহাম্মাদ সাদাতি নেজাদ গতকাল (বৃহস্পতিবার) এ কথা বলেছেন। এ কূটনীতিক বলেন, ইয়ামানের এই বিপর্যয়ের জন্য যারা দায়ী তাদের মুখে নীতি-নৈতিকতার কথা মানায় না।
এর আগে গত বুধবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ মানবাধিকার পরিষদে দেয়া বক্তৃতায় মানবাধিকার লঙ্ঘনের ইরানকে অভিযুক্ত করেছেন। ইরানে আটক ফ্রান্সের দ্বৈত নাগরিক ফারিবা আদেলখার মুক্তিও দাবি করেছেন তিনি।
২০১৯ সালে ৬০ বছর বয়সী আদেলখাকে ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে আটক করা হয়। ফ্রান্সের অভিযোগ নাকচ করে ইরানের কূটনীতিক মোহাম্মদ সাদাতি বলেন, মানবাধিকার ইস্যুতে ফ্রান্স এমন কোনো অবস্থান নেই যে, তারা ইরানের সমালোচনা করতে পারে। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স এবং জার্মানি ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে মানবিক বিপর্যয়ের দেশে পরিণত করেছে। তারা সেখানে রীতিমতো যুদ্ধাপরাধ করেছে।
সূত্র: পার্সটুডে
আন্তর্জাতিক ডেস্ক: করোনার মধ্যেই এবার রাশিয়ায় প্রথম কোন সাধারণ মানুষের দেহে পাওয়া গেলো বার্ড ফ্লু ভাইরাস। একসাথে সাত জন ব্যক্তির দেহে বার্ড ফ্লু এর H5N8 নামক একটি স্ট্রেইন শনাক্ত করা হয়েছে।
বার্ড ফ্লুর এই অতি আক্রান্তক স্ট্রেইনটি পাখির জন্য প্রাণঘাতী হলেও মানুষের দেহে সংক্রমণের খবর এর আগে পাওয়া যায়নি। তবে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্তদের থেকে এখনও অন্য কেউ আক্রান্ত হয়নি বলে।
এ বিষয়ে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও (ডব্লিউএইচও) সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ান বিজ্ঞানীরা।
টেলিভিশনে এক বক্তব্যে রাশিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান রসপোত্রেবনাদজরের প্রধান আন্না পোপোভা বলেন, মানুষের দেহে এভিয়ান ফ্লু সংক্রমণের তথ্য ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মানুষ থেকে মানুষের দেহে আক্রান্ত হওয়ার মত ক্ষমতা ভাইরাসটি অর্জনের আগেই এই আবিষ্কারের ফলে ভাইরাসের সম্ভাব্য মিউটেশন ও প্রতিরোধের ব্যাপারে আমরা ও সারা বিশ্ব সময় পাব।
পোপোভা বলেন, রাশিয়ার ভেক্টর গবেষোনাগারে তারা দক্ষিণ রাশিয়ার একটি পোল্ট্রি ফার্মের সাতজন কর্মীর দেহ থেকে এই স্ট্রেইনের জীনগত উপাদান পৃথক করেছেন। ওই অঞ্চলে গত ডিসেম্বরে পাখির দেহে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেয়।
নিউজ ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর প্রধান ফেইসবুক পেজ ডিলিট করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিটি। দেশটির একটি শিপইয়ার্ডে দুই জন বিক্ষোভকারীকে গুলি করে মারার একদিন বাদে রবিবার পেজ ডিলিটের কথা জানালো ফেইসবুক।
ফেইসবুকের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, আমাদের বৈশ্বিক নীতিমালা রক্ষায় আমরা তাতমাদও ট্রু নিউজ ইনফরমেশন টিম পেজ ফেইসবুক থেকে সরিয়ে দিয়েছি। কমিউনিটি সংক্রান্ত নীতিমালা বারবার অমান্য করার দায়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। রয়টার্স এক কর্মকর্তাকে ফোন করলে তিনি কথা বলতে রাজি হননি। মিয়ানমার সেনাবাহিনী এই পেজের মাধ্যমে দেশের সর্বশেষ অবস্থার আপডেট জানাচ্ছিল। সেখান থেকে ভুয়া খবর দেয়ার অভিযোগ ওঠার পর পেজ ডিলিট হয়ে গেল।
এর আগে ২০১৮ সালে ফেইসবুক থেকে দেশটির সেনাবাহিনী প্রধানসহ মোট ২০ জনকে নিষিদ্ধ করা হয়। সরানো হয় শতশত পেজ। গত নভেম্বরের নির্বাচনের সময়ও ফেইসবুক জানায়, ৭০টি ভুয়া অ্যাকাউন্ট তারা ব্লক করেছে।
১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের প্রতিবাদে দেশটির বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। কাঁদানে গ্যাস, জলকামান, রাবার বুলেট ছুড়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এর মধ্যে ৯ ফেব্রুয়ারি রাজধানী নেপিডোতে সেনাশাসন বিরোধী বিক্ষোভকালে গুলিতে আহত হন ২০ বছরের এক নারী। তিনি নেপিডোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার মারা যান। শনিবার মারা যান আরও দুজন।
এ ঘটনার পর সহিংসতা থেকে সরে আসতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
সেনাবাহিনী ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়ে বলেছে, ‘গণতান্ত্রিকভাবে আয়োজিত নির্বাচন শেষে বিজয়ীদের হাতে ক্ষমতা তুলে দেয়া হবে।’
আন্তর্জাতিক ডেস্ক: বরফে ঢেকে গেছে যুক্তরাষ্ট্রের চার ভাগের তিন ভাগ অঞ্চল। টেক্সাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে রেকর্ড ভাঙা শীতের মধ্যে তৃতীয় দিনের মতো লাখ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে। বিদ্যুতের অভাবে বহু মানুষ তীব্র শীতে ঘরেই মরে পড়ে থাকছে।
এ পরিস্থিতিতে ‘দুর্যোগের মধ্যে দুর্যোগের’ ব্যাপারে সতর্ক করেছে কর্মকর্তারা, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এখনই বিদ্যুৎ নাও ফিরতে পারে জানিয়ে এর জন্য বাসিন্দাদের প্রস্তুতি নিতে বলেছে তারা।
কর্মকর্তারা জানিয়েছে, ২৭ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে; প্রাকৃতিক গ্যাসের কূপ, পাইপলাইন ও উয়িন্ড টারবাইন ঠা-ায় জমে বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যের বিদ্যুৎ উৎপাদনও কমে গেছে।
এ পরিস্থিতিতে টেক্সাসের একশটিরও বেশি কাউন্টির বাসিন্দাদের খাবার পানি ফুটিয়ে নিতে বলেছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ না থাকায় পানি শোধনাগারগুলো অচল হয়ে পড়ায় খাবার পানি সরবরাহ করা যাচ্ছে না বলে কর্মকর্তারা জানিয়েছে।
টেক্সাসের প্রায় ৩ কোটি জনসংখ্যার মধ্যে অধের্ক অর্থ্যাৎ দেড় কোটিরও বেশি বাসিন্দার বাড়ির কলে পান করার মতো কোনো পানি নেই অথবা কেবল মাঝে মাঝে পানি আসছে।
হিমশীতল তাপমাত্রা পুরো সপ্তাহজুড়েই বজায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।
রাজ্যের বৃহত্তম শহর হিউস্টন ও অন্যান্য শহরের হাসপাতালগুলো কোনো পানি নেই বলে খবর এসেছে। প্রবল শৈত্যপ্রবাহে এ পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আরও অনেক লোকের মৃত্যু হলেও তাদের মৃতদেহ এখনও খুঁজে পাওয়া যায়নি বলে ধারণা কর্মকর্তাদের।
ঠা-ার কারণে কিছু বাসিন্দা অন্ধকার, জমে যাওয়া বা ভেঙে যাওয়া পানির পাইপঅলা শীতল বাড়িতে অবস্থান করতে স্থানীয় ত্রাণ কেন্দ্রগুলো আশ্রয়, এই দুই বিকল্পের একটিকে বেছে নেওয়ার পরিস্থিতিতে পড়েছে।
হ্যারিস কাউন্টির শীর্ষ নির্বাচিত কর্মকর্তা বিচারক লিনা হিডালগো বলেছে, বহু দিক থেকেই এটি দুর্যোগের মধ্যে আরও অনেক দুর্যোগ। অপ্রত্যাশিত এই প্রভাবগুলো এড়ানো যাবে না।
অপরদিকে টেক্সাস, কুইজিয়ানা, কেন্টাকি, নর্থ ক্যারোলাইনা এবং মিসৌরির অনেক স্থানেই সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে হতাহতের সংখ্যাও বাড়ছে।
নতুন আরেকটি তুষারঝড়ের কারণে দেশটির দক্ষিণাঞ্চলে চলতি সপ্তাহেও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া কোন কোন জায়গায় ৬ ইঞ্চি পর্যন্ত বরফ পড়তে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বিমানবন্দরে গতকাল রোববার ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মাঝ আকাশে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সটি ইসলামাবাদ এয়ারপোর্টে অবতরণ করে।
পাকিস্তানের নিউজ চ্যানেল দুনিয়া নিউজ জানায়, এই এয়ার অ্যাম্বুলেন্সটি পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথরিটি সঙ্গে যোগাযোগ করে জানায়, তাদের জরুরি অবতরণ করতে হবে। কারণ জ্বালানি প্রায় শেষ। এই ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সে ছিলেন একজন ব্রিটিশ রোগী, চিকিৎসক ও দুজন নার্স। দমদম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল এই এয়ার অ্যাম্বুলেন্সটি।
এয়ার অ্যাম্বুলেন্সটি যাচ্ছিল তাজাকস্তানের রাজধানী দুশানবেতে। এরপর মাঝ আকাশেই দেখা যায় জ্বালানি প্রায় শেষের পথে। রীতিমত সমস্যায় পড়তে হয় বিমান চালকদের। বাধ্য হয়ে ইসলামাবাদ এয়ারপোর্টের সিএএ-র সাথে কথা বলে জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়। অতপর অনুমতি মেলে। দু ঘন্টা পরে জ্বালানি ভরে ফের দুশানবেতের দিকে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি। সূত্র: ইয়াহু নিউজ, হিন্দুস্তান টাইমস
নিউজ ডেস্ক: ইরান বলেছে, পারস্য উপসাগর এবং তার আশপাশের এলাকায় জাহাজ চলাচলে নিরাপত্তা দেয়ার জন্য বিদেশি কোন শক্তির উপস্থিতির প্রয়োজন নেই। কারণ এই নিরাপত্তা দেয়ার জন্য আঞ্চলিক দেশগুলোই সক্ষম।
পাকিস্তানের আমন্ত্রণে বহুজাতিক নৌ মহড়া আমান-২০২১ এ অংশ নিয়ে ইরানি প্রতিনিধিদলের প্রধান আরিয়া শাফাকাত রুদসারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
ইরানের এ সামরিক কর্মকর্তা জোর দিয়ে বলেন, কোনো অঞ্চলে নিরাপত্তা রক্ষার জন্য বাইরে শক্তির প্রয়োজন নেই; কখনো প্রয়োজন ছিলও না। ভাগ্যক্রমে ভারত মহাসাগরীয় এলাকাযর দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করতে সক্ষম এবং পারস্পরিক সহযোগিতার মধ্যদিয়ে সম্মিলিতভাবে এই নিরাপত্তা অর্জন করতে পারে।
গত শুক্রবার থেকে পাকিস্তানের বার্ষিক আমান মহড়া শুরু হয়েছে। আঞ্চলিক দেশ ইরান ও তুরস্ক অংশ নিচ্ছেন এ মহড়ায়, তেমনি চীন, রাশিয়া এবং আমেরিকার সেনারও অংশ। ইরানের পক্ষে অংশ নিচ্ছে সেনাবাহিনী এবং আইআরজিসি’র সদস্যরা।
নিউজ ডেস্ক: ইরান এবং রাশিয়ার অংশগ্রহণে যৌথ নৌ-মহড়া আগামীকাল (মঙ্গলবার) শুরু হচ্ছে। উত্তর ভারত মহাসাগরে মহড়া চালানোর জন্য এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি।
মহড়ায় অংশ নেবে ইরান এবং রাশিয়ার নৌ বাহিনী তবে এর পাশাপাশি ইরানের বিমানবাহিনীর একটি অংশ যোগ দেবে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে ‘দ্যা মেরিন সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ’।
মহড়ায় যোগ দিতে এরইমধ্যে রাশিয়া একটি ডেস্ট্রয়ার, একটি রসদবাহী যুদ্ধজাহাজ এবং হেলিকপ্টার পাঠিয়েছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র গোলাম রেজা তাহানি জানিয়েছেন, ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় এই মহড়া পরিচালিত হবে। তিনি বলেন শান্তি এবং বন্ধুত্বের বার্তা নিয়ে ইরান ও রাশিয়া নৌ মহড়া শুরু করতে যাচ্ছে।
মহড়ার উদ্দেশ্য সম্পর্কে ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি আগেই জানিয়েছেন, সাগরে নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই মহড়া অনুষ্ঠিত হবে।
সূত্র: পার্সটুডে
নিউজ ডেস্ক: ঘণ্টাব্যাপী একটি প্রতিবেদন সম্প্রচার হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে। কিন্তু তার (প্রধানমন্ত্রী) সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারলেন না।
সম্প্রতি আল–জাজিরার প্রচারিত তথ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ প্রসঙ্গে আদালতে এ কথা বলেন অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব পাওয়া জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রের প্রধান ব্যক্তিকে বিতর্কিত করা হলে রাষ্ট্রকেই বিতর্কিত করা হয়।
বাংলাদেশে আল–জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা এক রিটের গ্রহণযোগ্যতার ওপর শুনানিতে অংশ নেন অ্যামিকাস কিউরির দায়িত্ব পাওয়া কামাল উল আলম।
তিনি আরও বলেন, রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার যৌক্তিকতা নেই। রিটটি গ্রহণযোগ্য নয় ।
বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কামাল উল আলমের শুনানি গ্রহণ করেন।
এর আগে অ্যামিকাস কিউরি হিসেবে দায়িত্ব পাওয়া আরও দুজন আদালতে তাদের বক্তব্য পেশ করেন। আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ফিদা এম কামালও রিট গ্রহণযোগ্য নয় বলে মত দেন। আরও তিন জন আইনজীবী অ্যামিকাস কিউরি হিসেবে তাদের বক্তব্য তুলে ধরবেন। তারা হলেন- আইনজীবী আবদুল মতিন খসরু, প্রবীর নিয়োগী ও শাহদীন মালিক।
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বাংলাদেশে বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের গ্রহণযোগ্যতাসহ পাঁচটি বিষয়ে মতামত দিতে ১০ ফেব্রুয়ারি অ্যামিকাস কিউরি হিসেবে ছয়জন আইনজীবীর নাম ঘোষণা করেন হাইকোর্ট।
অ্যামিকাস কিউরি হলেন আদালতের আইনি সহায়তাকারী।রিট আবেদনকারীর সংক্ষুব্ধ হওয়ার দিক, রিটের প্রার্থনা অনুসারে এই আদালত থেকে কোনো আদেশ দেওয়া হলে বিদেশি কোনো টিভি চ্যানেলের ক্ষেত্রে তা কার্যকর করা যাবে কি না, কোনো আইনি নোটিশ ছাড়া রিট (ম্যান্ডামাস) চলে কি না, রিটের প্রার্থনা অনুসারে এই আদালত থেকে আল-জাজিরার তথ্যচিত্রটি সব মাধ্যমে থেকে বন্ধ করার কোনো নির্দেশনা দেওয়ার প্রয়োজন আছে কি না, ১ ফেব্রুয়ারি তথ্যচিত্রটি প্রকাশের পর এত দেরিতে রিট করার প্রেক্ষাপটে কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন আছে কি না—এসব বিষয়ে অ্যামিকাস কিউরিদের মতামত দিতে বলা হয়েছে।
রিটটি করেন আইনজীবী এনামুল কবির ইমন।
আল-জাজিরায় ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। ভিডিও-সংবলিত ওই ডকুমেন্টারি বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও মানহানিকর উল্লেখ করে দেশে আল-জাজিরার সম্প্রচার ও ওয়েবসাইট বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন ৮ ফেব্রুয়ারি রিটটি করেন। ইমন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আল-জাজিরায় প্রচারিত প্রতিবেদনকে ‘মিথ্যা ও অবমাননাকর’ আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) এই প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশও।