আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য সিকিমে ভারতীয় সেনাবাহিনীর একটি আর্মি জিপ খাদে পড়ে যাওয়ায় নিহত হয়েছেন ১৬ জন সেনাসদস্য এবং গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার দুপুরের দিকে সিকিমের উত্তরাঞ্চলীয় এলাকা জেমায় এ দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ভারতের সেনাবাহিনী। -হিন্দুস্তান টাইমস
নিহতদের মধ্যে ৩ জন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, বাকি ১৩ জন ননকমিশন্ড সেনাসদস্য। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শুক্রবার সেনাবাহিনীর তিনটি আর্মি জিপের একটি বহর সিকিমের ছাত্তেন থকে থাঙ্গু জেলার দিকে যাচ্ছিল। যাত্রাপথে জেমা এলাকার পাহাড়ি সড়ক দিয়ে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খাদে পড়ে যায় একটি গাড়ি। হতাহত সেনা সদস্যরা সেই গাড়িতেই অবস্থান করছিলেন।
দুর্ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যেই বহরের অন্যান্য গাড়ির সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহত সেনাদের ইতোমধ্যে হেলিকপ্টারে করে রাজধানী গ্যাংটকের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে; আর মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে।