আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ বছরে মোট ১১ লাখ মার্কিন ডলার আয়কর জমা দিয়েছেন। তবে, ২০২০ সালে আয় ব্যাপক হ্রাস পায় মর্মে কারণ দেখিয়ে তিনি কোনো আয়কর জমা দেয়নি। সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের তহবিল সংগ্রহ কমিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
পরিসংখ্যান অনুসারে, ২০১৮ সালে ট্রাম্পের আয় দেখানো হয় ২ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার এবং ২০১৯ সালে ৪৪ লাখ মার্কিন ডলার। এই দুই বছরে তিনি মোট ১১.৩৪ লাখ মার্কিন ডলার আয়কর জমা দিয়েছেন।
২০২০ সালে কোভিড মহামারীর কারণে মার্কিন অর্থনীতির ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে, ডোনাল্ড ট্রাম্পের ৪৮ লাখ মার্কিন ডলার ক্ষতি হয় বলে তিনি কোনো আয়কর দেয়নি।
এদিকে নিউইয়র্ক টাইমস পত্রিকা জানিয়েছে, ২০১৮ সালে রিয়েল এস্টেট ব্যবসায় ২.২ কোটি মার্কিন ডলার মুনাফা করেন ট্রাম্প। তবে, গত কয়েক বছরে ব্যবসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার।
সূত্র: নিউইয়র্ক টাইমস।