আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনীয় বাহিনী যথেষ্ট ক্ষয়ক্ষতি স্বীকার করেছে, যখন আখমত বিশেষ বাহিনী সুপরিকল্পিতভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সোলেদার থেকে তাদের অপসারণ করছে।
চেচেন নেতা রমজান কাদিরভ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
‘আখমত বিশেষ অপারেশন ইউনিটের একজন সাহসী কমান্ডারের নেতৃত্বে আমাদের যোদ্ধারা হান্টার ডাকনামে, সোলেদারে ন্যাটো এবং নাৎসি ইউক্রেনীয় সৈন্যদের নির্মূল করা চালিয়ে যাচ্ছে। তারা একের পর এক শত্রুর অবস্থানে ভারী মর্টার ফায়ার দিয়ে আক্রমণ করছে, শত্রুদের যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে,’ কাদিরভ টেলিগ্রামে লিখেছেন।
কাদিরভের মতে, যুদ্ধে নিয়মিত জয় চেচেন যোদ্ধাদের উৎসাহিত করেছে। তিনি বলেন, ‘ফলস্বরূপ, তারা সোলেদারের নতুন নতুন এলাকা নিয়ন্ত্রণে নিচ্ছে এবং সেখান থেকে ইউক্রেনীয় সেনাদের তাড়িয়ে দিচ্ছে।’
সূত্র: তাস।