নিজস্ব প্রতিবেদক: ঘুষ, দুর্নীতি, সুশাসনের নামে দুঃশাসন ও অর্থপাচার এবং নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদী যুবক হানিফ বাংলাদেশি এখন বগুড়ার ধুনট উপজেলায়। স্বাধীনতার ৫১ বছর পরও চলমান দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে ‘বদলে যাও বদলে দাও’ স্লোগান নিয়ে বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৪২৭তম স্মারকলিপি দিয়েছেন হানিফ বাংলাদেশি।
এ সময় তিনি প্ল্যাকার্ড হাতে ও গলায় প্রতিবাদী ফেস্টুন ঝুলিয়ে ইউএনওর কার্যালয়ের সামনে বক্তব্য দেন।
নোয়াখালী সদরের জাহানাবাদ গ্রামের আব্দুল মান্নানের ছেলে হানিফ বাংলাদেশি। তিনি ৬৪ জেলা ও ৪৯৫ উপজেলা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন। ৫ জুন কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে শুরু করে প্রতিদিন তিনটি উপজেলা প্রদক্ষিণ করে ২০২৩ সালের জানুয়ারি মাসে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় গিয়ে এ কর্মসূচির সমাপ্ত করবেন তিনি।
কর্মসূচি নিয়ে হানিফ বাংলাদেশি বলেন, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার সর্বক্ষেত্রে সামাজিক, পারিবারিক ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয় চলছে। ভোট, গণতন্ত্র ও আইনের শাসনের ওপর আগের সরকারের সময়ও নগ্ন হস্তক্ষেপ হয়েছে, ঘুস, দুর্নীতি, অর্থপাচার হয়েছে, সামাজিক মানবিক পারিবারিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে এখন আরও চরম আকার ধারণ করেছে।
আমাদের দেশের কৃষক উৎপাদনশীল, শ্রমিকরা পরিশ্রমী, ছাত্র যুবকরা মেধাবী কিন্তু দুর্বৃত্তায়িত রাজনীতি, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, সরকারি আমলা, বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকা বিদেশ পাচার করে আমাদের সব অর্জন ব্যাহত করছে। এত সম্ভাবনা থাকার পরও দেশ যতটুকু এগিয়ে যাওয়ার কথা ততটুকু এগিয়ে যাচ্ছে না। দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হচ্ছে কিন্তু মানবিক মূল্যবোধের পতন হচ্ছে। ৫১ বছর ধরে চলমান দুর্নীতি-দুঃশাসের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার উদ্যোগ নিয়ে যে কর্মসূচি শুরু করেছি এতে দেশবাসী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, স্মারকলিপিটি পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।