জেলা সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সিয়াম (১৮) ও শাকিল হোসেন (১৮) নামে দুই কলেজছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম গাজীপুরের কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে ও শাকিল হোসেনের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায়। প্রাথমিকভাবে জানা গেছে তারা দুজনেই গাজীপুর বিজিএমইএ কলেজে অধ্যয়নরত ছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টায় বেপরোয়া গতির মোটরসাইকেল ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ও আরোহী মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।