আন্তর্জাতিক ডেস্ক: গতকাল (শনিবার) বিকেলে ‘রাশিয়া টুডের’ ফরাসি শাখা বন্ধ ঘোষণা করা হয়েছে।
ওই শাখার প্রধান বলেন, কোম্পানির অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার কারণে ১২৩জন কর্মী তাদের জানুয়ারির বেতন পান নি। তাই সাংবাদিক পরিচয় নিয়ে কাজ করা ৭৭জন কর্মী বেকারত্বের মুখে পড়েছেন।
এর আগে, ফরাসি অর্থ মন্ত্রণালয় জানায় যে, ‘রাশিয়া টুডের’ ফরাসি শাখার অর্থ ইতোমধ্যেই ফ্রিজ করা হয়েছে।
এটি হচ্ছে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন- ইইউ’র সর্বশেষ নিষেধাজ্ঞা প্রস্তাবের অংশ। ফরাসি সরকারের একতরফাভাবে এ ব্যবস্থা নেয়।
সূত্র: সিআরআই।