নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে আরো ১০১টি নতুন থানা নির্মাণ করা হচ্ছে। প্রতিটি থানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি হেল্প ডেস্ক থাকবে।
বৃহস্পতিবার বরিশালের মুলাদী মডেল থানার নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সব সুযোগ-সুবিধা নতুন থানাগুলোতে থাকবে। এখানে নারী-শিশুসহ সব মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই হবে। নির্বাচনকালীন পুলিশ ইসির আওতায় থাকবে। ইসি যেমন চাইবে- পুলিশ জনগণকে তেমন সেবাই দেবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের যেখানেই জঙ্গিরা থাকুক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে। বিভিন্ন অঞ্চলের কয়েকজনের নাম এসেছে। পুলিশসহ আমাদের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ।