নিউজ ডেস্ক : রাশিয়া- ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে আনিত রেজুলেশন নিয়ে ভোটাভুটি হয়েছে। তে বাংলাদেশ বিরত ছিলো।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই ভোটাভুটি হয়। আর এতে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ। ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত, পাকিস্তান ও চীনের মতো দেশও।
রেজুলেশনটির ভোটাভুটির পক্ষে ভোট দেয় ১৪১ দেশ, বিপক্ষে ভোট দেয় ৭টি দেশ আর ভোটদানে বিরত থাকে ৩২টি দেশ।
রেজুলেশনের বিপক্ষে ভোট দেওয়া ৭ দেশ হলো – বেলারুশ, সিরিয়া, উত্তর কোরিয়া, মালি, ইরিত্রিয়া এবং রাশিয়া।
‘ইউএন চার্টার প্রিন্সিপ্যাল আনডারলাইয়িং এ কমপ্রিহেন্সিভ, জাস্ট অ্যান্ড লাস্টিং পিস ইন ইউক্রেন’ শীর্ষক এই রেজুলেশন নিয়ে ভোটাভুটি হয়। এ ভোটের প্রস্তাব এনেছিল জার্মানি।
উল্লেখ্য, রাশিয়া- ইউক্রেন যুদ্ধ নিয়ে এর আগে জাতিসংঘের ৫টি রেজুলেশনের মধ্যে দুটিতে পক্ষে ভোট দিয়েছিল বাংলাদেশ। আর তিনটিতে ভোট দানে বিরত ছিলো।