নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। রোববার (৭ মে) রাত ৯টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী সাতাইশ এলাকায় অবস্থিত জি জে ক্যাপ চায়না নামের একটি কারখানায় আগুন লাগে। দ্রুত আগুন কারখানায় চার তলায় ছড়িয়ে পড়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা রয়েছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।’
এর আগে, দুপুর দেড়টার দিকে টঙ্গীর পাগার পাঠান পাড়া এলাকার হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডের কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।