নওগাঁ সংবাদদাতা: তালগাছ মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ফল দেয়, ছায়াও দেয়। বজ্রপাত রোধক হিসেবেও কাজ করে। এছাড়া তালের রস ও গুড় অর্থনীতিতে ভূমিকা রাখে। তাই বজ্রপাত রোধে তালগাছ রোপনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার (২৯ মে) বেলা ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের আশকপুর-আসনদী সড়কে তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, আশির দশকে হাজিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ঘুঘুডাঙ্গা রাস্তায় তালগাছ রোপণ করেছিলাম। সেই সারি সারি তালগাছ এখন বড় হয়েছে, আকাশে উঁকি মারে। দর্শনীয় স্থান হিসেবেও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের নজর কেড়েছে রাস্তাটি।
সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, তালগাছ রোপণ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। এলজিইডি বা সড়ক ও জনপথ (সওজ) কোনো রাস্তা সম্প্রসারণ বা নতুন রাস্তা তৈরিতে তালগাছ রোপণের জন্য বাজেট রাখছে। আমার দেখানো তালের চারা রোপন মডেল এখন অনেকেই অনুস্বরণ করছে। তালগাছ দেশের উপকারে আসছে দেখে আমার ভেতর ভালোলাগা কাজ করে। এসময় তালের চারা রোপণের পর তার সঠিক পরিচর্যার প্রতি নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
এসময় নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ, ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আশকপুর-আসনদী এক কিলোমিটার সড়কের দুই পাশে ৪০০টি তালগাছ রোপণ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।